রাজেন্দ্র ইকো রিসোর্ট-গাজীপুর
গাজীপুরের রাজেন্দ্রপুরে শালবনের গহীনে সবুজের মধ্যে ৮০ বিঘা জমির উপরে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে এই রাজন্দ্রপুর ইকো রিসোর্ট। বনের স্বাভাবিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রাখতে এখানে পরিকল্পিত ভাবে আরো বনায়ন করা হয়েছে। রাজেন্দ্র ইকো রিসোর্টে ২৬ টি কটেজ পার্ক ছাড়াও রয়েছে বেশ কয়েকটি মাটির ঘর। আগত অতিথিরা চােইলে রিসোর্টের লেকে মাছ ধরা, নৌকা ও সাইকেল চালানো কিংবা শাক-সবজি ও ফার্ম ঘুরে দেখতে পারেন। রাজেন্দ্র ইকো রিসোর্টে আরো রয়েছে একটি সুইমিং পুল, ম্যাসেজ পার্লার ও ক্যাফেটেরিয়া। ঘন অরণ্যের ভেতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চার তলা বিশিষ্ট প্রতিটি ভবনের ছাদে পাখির চোখে বন পর্যবেক্ষনের জন্য রয়েছে অবজারভেশন টাওয়ার। অবজারভেশন উঠলে যতদূর চোখ যায়, শুধুই গাছ আর গাছ, আর মাঝে মাঝে আদিবাসীদের কিছু বাড়ী ঘর ও চোখে পড়বে। কটেজ এর বারান্দায় দাঁড়িয়ে গাছগুলো ছুতে পারবেন। এখানে রিসোর্টের ভেতরে আছে লেকে মাছ ধরার ব্যবস্থা আছে আরো আছে সাইকেল চালানোর ব্যবস্থা আরো আছে শাকসবজীর বাগান, ডেইরী ও পোল্টি ফার্ম, সুইমিং পুল, আরো আছে ম্যাসাজ পার্লার এবং ক্যাফেটেরিয়া।